Welcome Jony Parves Official Website
web of the largest online community of md JONY parves
Monday, July 13, 2015
Wednesday, January 7, 2015
এপেক্স ক্লাব অব কুমিল্লার ইংরেজি নববষ-২০১৫ উদযাপন
Saturday, October 25, 2014
38 National Convention, Apex Bangladesh
Badar Uddin Ahmed Kamran 2nd Mayor of Sylhet City Corporation
Friday, October 10, 2014
Bangla Borsha- boron Utshob-1421
5th District Convention 2013 at Bramonbaria
Thursday, October 9, 2014
Eid-ul Azha Mubarak
Tuesday, June 10, 2014
School Dress Distrubrition Program-2014
Apxn. Md. Jony Parves Service Director-2014, Apex Club of Comilla |
Speech Apxn. Md. Jony Parves Service Director-2014, Apex Club of Comilla, School Dress Distrubrition Program-2014, Arrange by Apex Club of Comilla, Chief Guest Monirul Haque Shakku 1nd Mayor of Comilla City Corporation, Guest of honer, Apxn. Adv. Syed Nurur Rahman, NVP, Apex Bangladesh, Presided by Apxn. Mahmudul Hasan Pasha, President-2014, Apex Club of Comilla
Thursday, January 16, 2014
Member Apex Club of Comilla-2014
Warm Cloth Distribution-2014
Saturday, October 19, 2013
Tuesday, September 24, 2013
Monday, August 12, 2013
Wednesday, August 7, 2013
Tuesday, May 28, 2013
রুখে দাড়াও তরুণ সমাজ
০৫ মে ২০১৩
স্বাধীনতা বিরোধী ঘাতক চক্র আবার একত্রিত হয়ে রাজপথ কলঙ্কিত করছে, এই বাংলার পবিত্র মাটি বার-বার তারা অপবিত্র করেছে, তাদের মুখে ধর্মের বানী শোভা পাই না, এদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে পুজি করে তারা তাদের নীলনকশা বাস্তবায়নে রাজপথে নেমেছে। কোন অধিকার নেই এদেশে বসবাস করার তাদের,৭১-এ এই বাংলার মানুষ তাদের সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে তখন এই হায়নার দল পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে হত্যা করেছে ৩০ লক্ষ মানুষ, সম্ভ্রমহানি করেছে অনেক মা- বোনের। আজ কাদের কে হেফাজত করতে তারা রাজপথে নেমেছে, এদেশের সাধারন মানুষের জান/মাল হেফাজত করার জন্য তারা রাজপথে নামে না।
স্বাধীনতা বিরোধী ঘাতক চক্র আবার একত্রিত হয়ে রাজপথ কলঙ্কিত করছে, এই বাংলার পবিত্র মাটি বার-বার তারা অপবিত্র করেছে, তাদের মুখে ধর্মের বানী শোভা পাই না, এদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে পুজি করে তারা তাদের নীলনকশা বাস্তবায়নে রাজপথে নেমেছে। কোন অধিকার নেই এদেশে বসবাস করার তাদের,৭১-এ এই বাংলার মানুষ তাদের সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে তখন এই হায়নার দল পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে হত্যা করেছে ৩০ লক্ষ মানুষ, সম্ভ্রমহানি করেছে অনেক মা- বোনের। আজ কাদের কে হেফাজত করতে তারা রাজপথে নেমেছে, এদেশের সাধারন মানুষের জান/মাল হেফাজত করার জন্য তারা রাজপথে নামে না।
রুখে দিবে অতিতের মত এদেশের তরুণ ছাত্র সমাজ, কোন অপশক্তি এই বাংলার পবিত্র মাটি আর অপবিত্র করতে পারবে না। ১৯৭১ সালের কলঙ্কিত অধ্যাই শেষ করতে হবে এখনি। আর কোন ভুল করতে চাই না আমরা। এদের কোন ক্ষমা নেই। এদেরকে ক্ষমা করলে আমার সন্তান কে এই গ্লানি ভোগ করতে হবে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত সকল বীর-শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আজকে এই স্বাধীন বাংলাদেশে এদেশের তরুণ, যুবক তথা ছাত্র সমাজ ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত বার বার ঝাঁপিয়ে পড়েছে, কোন অপশক্তির কাছে তারা মাথা নত করে নাই। আমরা আজকের নতুন প্রজন্ম আমরা ও করব না। আর একটি যুদ্ধ আমাদের সামনে। আমরা রাজপথ কলঙ্ক মুক্ত করে ঘরে ফিরব ইনশাল্লাহ।
Thursday, January 3, 2013
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি
- সভাপতিমন্ডলীর সদস্য- সৈয়দা জোহরা তাজউদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, বেগম মতিয়া চৌধুরী এমপি, আবদুল লতিফ সিদ্দিকী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সতীশ চন্দ্র রায়, এডভোকেট সাহারা খাতুন এমপি, ওবায়দুল কাদের এমপি, নূহ-উল আলম লেনিন।
- সাধারণ সম্পাদক- সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক- মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি।
- অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক- আ ফ ম মোস্তফা কামাল এমপি,
- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- ড. শিরিন শারমিন চৌধুরী এমপি,
- আইন বিষয়ক সম্পাদক- আবদুল মতিন খসরু এমপি,
- কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক- ড. আব্দুর রাজ্জাক এমপি,
- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- এডভোকেট আফজাল হোসেন,
- ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- ফরিদুন্নাহার লাইলী এমপি,
- দপ্তর সম্পাদক- এডভোকেট আবদুল মান্নান এমপি,
- ধর্মবিষয়ক সম্পাদক- এডভোকেট শেখ মোহাম্মদ আব্দ্ল্লুাহ,
- প্রচার ও প্রকাশনা সম্পাদক- ড. হাসান মাহমুদ এমপি,
- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- স্থপতি ইয়াফেস ওসমান,
- মহিলা বিষয়ক সম্পাদক- ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি,
- মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি,
- যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকÑ দেওয়ান শফিউল আরেফিন টুটুল,
- শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদকÑ নূরুল ইসলাম নাহিদ এমপি,
- শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি,
- শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদকÑ হাবিবুর রহমান সিরাজ,
- সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান নূর এমপি,
- স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকঃ ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু,
- সাংগঠনিক সম্পাদকঃ আহমদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ এডভোকেট, বি এম মোজাম্মেল হক এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বীর বাহাদুর এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, উপ-দপ্তর সম্পাদকÑ মৃণাল কান্তি দাস ও প্রচার সম্পাদক- অসীম কুমার উকিল
- কোষাধ্যক্ষ- এইচ এন আশিকুর রহমান এমপি।
- কার্যনির্বাহী কমিটির সদস্য : আবুল হাসনাত আবদুল্লাহ, অধ্যক্ষ মতিউর রহমান এমপি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সিমিন হোসেন রিমি এমপি, খায়রুজ্জামান লিটন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, এডভোকেট সুভাষ বোস, বেগম মন্নুজান সুফিয়ান এমপি, একেএম রহমত উল্লাহ এমপি, এডভোকেট ফজলে রাব্বী এমপি, এডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু এমপি, আবদুল মান্নান এমপি, মোস্তফা ফারুখ মোহাম্মদ এমপি, আবদুর রহমান এমপি, আকতারুজ্জামান, এডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, রবিউল মোক্তাদির চৌধুরী এমপি, আলাউদ্দিন নাসিম, মীর্জা আজম এমপি, ড. আব্দুস সোবহান গেলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, এনামুল হক শামীম, নসরুল হামিদ বিপু এমপি ও এডভোকেট জোনায়েদ আহমেদ পলক এমপি।
- উপদেষ্টা পরিষদ : ডা. এসএ মালেক, আবুল মাল আব্দুল মুহিত এমপি, আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, মোঃ আবদুল জলিল এমপি, মোঃ ইসহাক মিঞা, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, মেঃজেঃ কেএম সফিউল্লাহ (অবঃ), এডভোকেট মোঃ রহমত আলী এমপি, অধ্যাপক ড. আব্দুল খালেক, অধ্যাপক ডা. আব্দুল মান্নান এমপি, কাজী আকরাম উদ্দীন, এসএম নুরুন্নবী, এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ, এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, অধ্যাপক ড. হামিদা বানু, আবু নসর, ড. হোসেন মনসুর, অধ্যাপিকা সুলতানা শফি, ফকরুল ইসলাম মুন্সী, তোফাজ্জেল হোসেন মুকুল, সাবেক রাষ্ট্রদূত জমির, গোলাম মওলা নকশাবন্দী, মীর্জা জলিল, ড. প্রণব কুমার বড়–য়া, মেঃ জেঃ (অব.) হাফিজ মলিক, শিরিল শিকদার।
- পার্লামেন্টারি বোর্ড : শেখ হাসিনা এমপি, সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, কাজী জাফরউল্লাহ মোঃ আব্দুল জলিল এমপি, ওবায়দুল কাদের এমপি, সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ।
Subscribe to:
Posts (Atom)